আজকের এই আর্টিকেলটি সম্পূর্ণভাবে মনোযোগ সহকারে ফলো করলে আপনি মাত্র এক মিনিটে অনলাইনে মাধ্যমে বয়স্ক ভাতা তালিকা বের করতে পারবেন পুরো বাংলাদেশের যে কোন ইউনিয়নের।
১৯৯৭-১৯৯৮ অধ্যবছরে বয়স্ক লোকদের জন্য বিশেষ এক ভাতার ব্যবস্থা করছিল বাংলাদেশ সরকার। যা বর্তমানে পরিচালিত হচ্ছে সমাজ সেবা অধিদপ্তর থেকে। সময়ের পরিবর্তনে যায় এখনো পরিচালিত হচ্ছে অনলাইন মাধ্যমে।
অর্থাৎ বয়স্ক ভাতার আবেদন কখন করতে পারবেন এই সকল বিষয়গুলো এখনো অনলাইনের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এ ধারাবাহিকতায় বয়স্ক ভাতা প্রাপ্ত ব্যক্তিদের নামের তালিকা বের করা অনলাইনে মাধ্যমে খুবই সহজ। তাই তালিকাটি বের করার জন্য আপনাকে কোন অনলাইন বা কম্পিউটারের দোকান যাইতে হবে না। আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই বয়স্ক ভাতার তালিকা বের করতে পারবেন।
তাই আজকের এই আর্টিকেলটিতে দেখানো হবে যে আপনার হাতে টাকা মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে বয়স্কদের তালিকায় বের করবেন।
বয়স্ক ভাতা তালিকা বের করার নিয়মঃ
আপনারা যদি বয়স্কদের তালিকা বের করতে চান তাহলে আমার দেখানো নিচের ধাপগুলো অনুসরণ করুন-
প্রথমে আপনি আপনার কম্পিউটার অথবা মোবাইল ফোনের ইন্টারনেট সংযোগ চালু করে যেকোনো একটি ব্রাউজার ভিজিট করুন,,
https://bangladesh.gov.bd/ “সরাসরি আপনাকে ওই ওয়েবসাইটের হোমপেজে নিয়ে চলে যাবে।এই ওয়েবসাইট টা একটি সরকারি ওয়েবসাইট। যা সরকারি ভাবে পরিচালিত হয়। এখান থেকে আমরা ধাপে ধাপে বয়স্ক ভবতার তালিকা বের করব।
ধাপ ১#
হোমপেজ থেকে “ইউনিয়ন”লেখাই অপশনটির উপর ক্লিক করে দিন। এরপর আপনি আপনার বিভাগ,জেলা,থানা,ইউনিয়ন,বাছাই করুন।
ধাপ ২#
আপনি যে ইউনিয়নের বয়স্কদের তালিকা দেখতে চাচ্ছেন সেই ইউনিয়নের অপশন এর উপর ক্লিক করে দিন।তাহলে সঙ্গে সঙ্গে চলে আসবে আপনার ইউনিয়নের হোম পেজ টি।
ধাপ ৩#
এরপর আপনি এখান থেকে (বিভিন্ন তালিকা) অপশনটির উপর ক্লিক করে দিন। তাহলে সঙ্গে সঙ্গে আপনার সামনে সেই ইউনিয়নের যতগুলো ভাতা প্রদান করা হয় প্রত্যেকটি ভাতার নামের লিস্ট চলে আসবে।
ধাপ ৪#
সেখান থেকে আপনি (বয়স্ক ভাতা) সিলেট করে দিলেই আপনার ইউনিয়নের বয়স্ক ভাতা প্রাপ্ত মানুষদের লিস্ট চলে আসবে।
আমার দেখা দিকনির্দেশনা গুলো ফলো করলে আপনারা খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে অনলাইনের মাধ্যমে বয়স্ক ভাতার তালিকা বের করতে পারবেন।
বয়স্ক ভাতার হার কত টাকা?
১৯৯৭-১৯৯৮ অর্থবছরে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য প্রতি মাসে প্রদান করা হতো মাত্র ১০০ টাকা। যা তিন মাস পর পর দেওয়া হইতো। বর্তমানে ২০২৩-২৪ অর্থবছরে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য ভাতা প্রদান করা হচ্ছে ৬০০ টাকা। যা তিন মাস পর পর দেওয়া হচ্ছে।
বয়স্ক ভাতা প্রাপ্ত ব্যক্তির বয়স কত হতে হবে?
বয়স্ক ভাতা পাওয়ার জন্য একটি বয়সের সময়সীমা রয়েছে। পুরুষ ব্যক্তি হলে ৬৫ বছরের ঊর্ধ্বে হলে বয়স্ক ও তার জন্য আবেদন করতে পারবে। এবং মহিলা ব্যক্তি হলে ৬২ বছরের ঊর্ধ্বে বয়স্ক ভাতার জন্য আবেদন করতে পারবে।
১৯৯৭-৯৮ অর্থ বছরে বয়স্ক ভাতা চালু হয় সমাজসেবা অধিদপ্তরের আন্ডারে।
আরো পড়ুনঃ-
বয়স্ক ভাতার পেমেন্ট সিস্টেম?
আপনাকে বয়স্ক ভাতা পাওয়ার জন্য অবশ্যই “বিকাশ” মোবাইল ব্যাংকিং অপারেটরের নাম্বার দিতে হবে।
উপসংহারঃ
আশা করছি আজকে এই পোস্টটি থেকে আপনারা খুব সহজেই বয়স্ক ভাতার লিস্ট বের করতে পেরেছেন। এই পোস্ট থেকে যদি আপনারা বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে এই পোস্টটি সবার মাঝে শেয়ার করে দিবেন। ” ধন্যবাদ “