ইসলামিক ক্যাপশন বাংলা ২০২৪ || Islamic Status Bangla - Fast Info BD    

ইসলামিক ক্যাপশন বাংলা ২০২৪ || Islamic Status Bangla

5
(9)

আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে ইসলামিক ক্যাপশন বাংলা নিয়ে পোস্টটি তৈরি করা হয়েছে। Islamic status bangla আমরা অনেকেই খুঁজে থাকি কিন্তু মনের মত ইসলামিক ক্যাপশন খুঁজে পাই না। তাই আজকের এই পোস্টে আপনাদের জন্য খুবই স্পেশাল ইসলামিক বাণী এবং হাদিস নিয়ে পোস্টটি তৈরি করেছি। এই ইসলামিক ক্যাপশন ফেসবুক পোস্ট করার সময় ব্যবহার করতে পারবেন।

 

ইসলামিক ক্যাপশন বাংলা ২০২৪

ইসলামিক ক্যাপশন বাংলা ২০২৪ || Islamic Status Bangla

-যে ব্যক্তি অন্যের জন্য দোয়া করে, ফেরেশতারা তাঁর জন্য দোয়া করেন

আলহামদুলিল্লাহ ❤️

 

কারো সাথে খারাপ ব্যবহার করিও না……☘

“কারণ” মৃত্যুর আাগে হয়তো ক্ষমা চাওয়ার জন্য তাকে আর খুঁজে পাবে না…..

–হযরত উমর ফারুক (রাঃ)❤️

 

“রাসূলুল্লাহ (সাঃ) যমযমের পানি সম্পর্কে বলেন‚ “উহা বরকতময় পানি উহা খাদ্যের কাজ করে”

[মুসলিম ২৪৭৩]

 

“বিপদের চূড়ান্ত পর্যায়ে আল্লাহর সাহায্য আসে❗

আলহামদুলিল্লাহ্

আরো পড়ুনঃ ১৫০+ বাংলা শর্ট ক্যাপশন ২০২৪ ( Attitude, Happy & Romantic)

সূরা ইউসুফ:-১১০

 

একটি সুন্দর হাদিস পড়লাম আজ।

ধরুন কেউ আপনার সামনে গীবত করলো।

আপনি যদি তাকে বাঁধা দেন, তাহলে কী লাভ?

 

রাসুল ﷺ বলেন,

مَنْ ذَبَّ عَنْ لَحْمِ أَخِيهِ بِالْمَغِيبَةِ كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ

يُعْتِقَهُ مِنَ النَّارِ

যে ব্যক্তি কাউকে গীবত করা থেকে বাঁধা দিবে,

ঐ ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করা আল্লাহর জন্য হক (জরুরি) হয়ে যায়। (বায়হাকি, ৭৬৪৩)

 

উট নোনা পানি পান করতে পারে, এমনকি মৃত সাগরের পানিও। এতে তার রক্তচাপ বাড়ে না। কারণ, তার কিডনি পানিকে ফিল্টার করে, যাতে সে তা তাজা পানি পান করতে পারে। কাজেই তার কিডনি লবণ থেকে পানি আলাদা করে দেয়।

 

উট কাঁটা খেতে পারে। এতে তার পাকস্থলী ও অন্ত্রের কোনো ক্ষতি হয় না। কারণ, তার লালা এসিডের মত, যা কাঁটা গলিয়ে দেয়। পরে সে ওই কাঁটা রুটি ও আটার মতো খেয়ে ফেলে। এজন্য হাতে পায়ে কাঁটা ফুটলে আরব বেদুইনরা সেখানে উটের লালা লাগিয়ে দেয়। এবং সেই কাঁটা গলে বেরিয়ে আসে।

 

উটের চোখের পর্দা দুটি। একটি পাপড়ির পর্দা এবং অন্যটি মাংসের। এজন্য মরুভূমির ধূলিকণার মধ্যে চলতে পারে এবং তার চোখের ক্ষতি হয় না। কারণ সে তখন স্বচ্ছ পাপড়ির পর্দা বন্ধ করে দেয়।

 

উট তার দেহের তাপমাত্রা পরিবর্তন করতে পারে। বরফঢাকা জমিতে থাকলে সে তার তাপমাত্রা বাড়াতে পারে এবং উত্তপ্ত মরুভূমিতে থাকলে সে তার তাপমাত্রা কমাতে পারে।

এছাড়া আরো অদ্ভুত বৈশিষ্ট্য রয়েছে এই প্রাণীর।

 

সুবহানাল্লাহ!

 

 

একা বেচে থাকতে শিখুন

মানুষেরা জানাজায় আশে

কবরে নয়

 

একটি সুন্দর হাদিস পড়লাম আজ।

ধরুন কেউ আপনার সামনে গীবত করলো।

আপনি যদি তাকে বাঁধা দেন, তাহলে কী লাভ?

 

রাসুল ﷺ বলেন,

مَنْ ذَبَّ عَنْ لَحْمِ أَخِيهِ بِالْمَغِيبَةِ كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ

يُعْتِقَهُ مِنَ النَّارِ

যে ব্যক্তি কাউকে গীবত করা থেকে বাঁধা দিবে,

ঐ ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করা আল্লাহর জন্য হক (জরুরি) হয়ে যায়। (বায়হাকি, ৭৬৪৩)

 

 

একটি সুন্দর হাদিস পড়লাম আজ।

ধরুন কেউ আপনার সামনে গীবত করলো।

আপনি যদি তাকে বাঁধা দেন, তাহলে কী লাভ?

 

রাসুল ﷺ বলেন,

مَنْ ذَبَّ عَنْ لَحْمِ أَخِيهِ بِالْمَغِيبَةِ كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ

يُعْتِقَهُ مِنَ النَّارِ

যে ব্যক্তি কাউকে গীবত করা থেকে বাঁধা দিবে,

ঐ ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করা আল্লাহর জন্য হক (জরুরি) হয়ে যায়। (বায়হাকি, ৭৬৪৩)

 

ওজুর পর যে ব্যক্তি

❝কালেমা শাহাদাত❞ পাঠ করবে , তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে যাবে!!

 

________( সহীহ মুসলিম_ ৪৪১ ) ________

 

ইসলামিক ফেসবুক ক্যাপশনইসলামিক ক্যাপশন বাংলা ২০২৪ || Islamic Status Bangla

 

“জান্নাতি লোক হবে দুনিয়াতে দূর্বল, মাজলুম; আর জাহান্নামীরা হবে অবাধ্য ঝগড়াটে ও অহংকারী।”

[বুখারী: ৬২০২]

 

 

বিপদ থেকে উদ্ধার করার মালিক একমাত্র আল্লাহ তায়লা

হে আল্লাহ আমাকে আমার বিপদ থেকে রক্ষা দান করুন,

কেননা আপনিই সর্বোত্তম সেফা দান কারী (আমিন)

 

ঠকতে ঠকতে একদিন দেখবেন,

আল্লাহ তায়ালা আপনাকে জিতিয়ে দিবেন।

 

“ইনশাআল্লাহ”

 

ভেবেছিলাম সব শেষ

কিন্তু রাসুল (সা:) বলেছেন যার দুঃখ বেশি তার প্রতি আল্লাহর রহমত ও বেশি আলহামদুলিল্লাহ

 

~ জীবনে বহুবার এমন হয়েছে-

 

` আমি তাহাজ্জুদের জায়নামাজে বসে আল্লাহর কাছে হাত দুইটা তুলে শুধু চোখের পানি ফেলেছি অবিরাম আর বলেছি- “আল্লাহ্!তুমি আমার চোখের পানির ভাষা বোঝো!যে য’ন্ত্র’ণায় আমার চোখে এ পানি সে য’ন্ত্র’ণা তুমি দূর করে দাও। সে য’ন্ত্র’ণাকে তুমি শান্তিতে পরিণত করে দাও!”আল্লাহ্ শুনেছেনও প্রতিবার,আর কবুলও করেছেন এই দোয়া।

 

আলহামদুলিল্লাহ্!

 

আরো পরুনঃ বাংলা শর্ট ক্যাপশন ২০২৪ | (রোমান্টিক, ইমোশনাল,হ্যাপি)

“তারা যদি জানতো আওয়াল ওয়াক্তে যোহরের সালাত আদায় করার কি ফজিলত তাহলে তারা এর জন্য প্রতিযোগিতা করতো”

 

–বুখারিঃ ৬১৫

 

সৎ থেকেও ঠকে গেছেন বলে আল্লাহর উপর নারাজ হবেন না।

মনে রাখবেন আল্লাহ তায়ালা আমাদের কাছ থেকে যা কেড়ে নেন তার দিগুণ আবার ফিরিয়ে দেন।

 

 

“রিজিক আর সম্মান”

কারো হাতে নেই,রাব্বে কারিম যাকে চান, তাকে এই গুরুত্বপূর্ণ নেয়ামত দুটি দান করেন!

 

সুবহানাল্লাহ

 

 

বান্দা যখন আমার দিকে হেঁটে অগ্রসর হয়, আমি তখন তার দিকে দৌড়ে অগ্রসর হই।’’

[বুখারি ৭৪০৫]

সুবহান-আল্লাহ

 

 

দোআ: হিদায়াত ও সাহায্য চাওয়ার বিশেষ দোয়া [১:১-৭]

 

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

 

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে

 

বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম

 

اَلۡحَمۡدُ لِلّٰهِ رَبِّ الۡعٰلَمِيۡنَۙ‏

 

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের রব।

 

আলহামদু লিল্লাহি রাব্বিল আ’-লামি-ন।

 

اَلرَّحۡمٰنِ الرَّحِيۡمِۙ‏

 

দয়াময়, পরম দয়ালু,

 

আররাহমা-নির রাহি-ম

 

مٰلِكِ يَوۡمِ الدِّيۡنِؕ

 

বিচার দিবসের মালিক।

 

মা-লিকি ইয়াওমিদ্দি-ন

 

اِيَّاكَ نَعۡبُدُ وَاِيَّاكَ نَسۡتَعِيۡنُؕ

 

আপনারই আমরা ইবাদাত করি এবং আপনারই নিকট আমরা সাহায্য চাই।

 

ইয়্যা-কা না’বুদু ওয়া ইয়্যা-কা নাসতাই’-ন

 

اِهۡدِنَا الصِّرَاطَ الۡمُسۡتَقِيۡمَۙ‏

 

আমাদেরকে সরল পথের হিদায়াত দিন।

 

ইহদিনাস সিরাতা’ল মুসতাকি’-ম

 

صِرَاطَ الَّذِيۡنَ اَنۡعَمۡتَ عَلَيۡهِمۡ ۙ‏غَيۡرِ الۡمَغۡضُوۡبِ عَلَيۡهِمۡ وَلَا الضَّآلِّيۡنَ

 

তাদের পথ, যাদেরকে নিয়ামত দিয়েছেন। যাদের উপর (আপনার) ক্রোধ আপতিত হয়নি এবং যারা পথভ্রষ্টও নয়।

 

সিরাতা’ল্লা যি-না আনআ’মতা আ’লাইহিম গা’ইরিল মাগ’দু’বি আ’লাইহিম ওয়ালা দ্দ—ল্লি-ন।

 

সূরা আল-ফাতিহা – ১:১-৭

 

 

বান্দা যখন আমার দিকে হেঁটে অগ্রসর হয়, আমি তখন তার দিকে দৌড়ে অগ্রসর হই।’’

[বুখারি ৭৪০৫]

সুবহান-আল্লাহ

 

 

পিতা-মাতার কাছে সবচেয়ে বড় নেয়ামত সুস্থ সন্তান। সন্তানের কাছে বড় নেয়ামত পিতা-মাতা জীবিত থাকা।

 

..আমি তো আমার দুঃখ ও অস্থিরতাগুলো আল্লাহর সমীপেই নিবেদন করছি।”

 

(সূরা ইউসুফ : ৮৬)

 

ইসলামিক স্ট্যাটাস বাংলাইসলামিক ক্যাপশন বাংলা ২০২৪ || Islamic Status Bangla

 

বেশির ভাগ নারী পর পুরুষের সাথে যতটা ভদ্র ভাবে কথা বলে,ঠিক সেই ভাবে নিজের স্বামীর সঙ্গে যদি কথা বলতো,সংসার টা জান্নাত হয়ে যেত!

 

কি ভাবছো? হেরে গেছো? মিথ্যা অপবাদের কারণে সবাই তোমাকে নিয়ে হাসছে! নামাজ পড়, চেষ্টা করো, ধৈর্য ধরো, অপেক্ষা করো! শেষ হাসিটা তুমিই হাসবে! ইনশাআল্লাহ!

 

وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى

 

অর্থঃ আর শীঘ্রই আপনার রব আপনাকে এত

 

বেশি দিবেন যে, আপনি খুশী হয়ে যাবেন ।

 

(আদ দুহাঃ আয়াত নং ৫ )

 

 

ধৈর্য্য ধরো, শক্ত হও, মনে রেখো সময় সর্বদা এক অবস্থায় থাকে না, আর ভরসা করো সেই জীবিত সত্বার (আল্লাহর) উপর যিনি কখনো মৃত্যু বরন করবেন না ।

 

( সূরা আল ফুরক্বান-৫৮ )

 

কেউ বিপদে পরলে সাহায্য করুন। আপনি বিপদে পরলেও আল্লাহর পক্ষ থেকে কেউ একজন আপনাকে সাহায্য করতে আসবে।

 

ইনশাআল্লাহ্

 

শারিরীক সুখ নাকি মানসিক সুখ।

 

কোনটা বেশি প্রয়োজন?.

 

 

সূরা মুলক কবরের আযাব থেকে রক্ষা করে

আলহামদুলিল্লাহ

 

আমার বান্দাদেরকে বলে দিন, তারা যেন যা উত্তম এমন কথাই বলে। শয়তান তাদের মধ্যে সংঘর্ষ বাধায়। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু।

১৭:৫৩

 

 

তাবেঈ সালেম তাঁর বাপ আব্দুল্লাহ ইবনু ওমর হতে থেকে বর্ণিতঃ

তিনি বলেছেন, রাসূলুল্লাহ (স.) বলেছেন,”যে অনধিকারে কারো কিছু যমীন নিয়েছে, ক্বিয়ামতের দিন তাকে সাত তবক যমীন পর্যন্ত ধসিয়ে দেওয়া হবে। ”

(বুখারী, মিশকাত হা/২৯৫৮)

 

 

নবীজি বলেন,”জ্বর আসে জাহান্নামের তাপ থেকে!সুতরাং,জ্বর কে পানি দ্বারা প্রশমিত কর!

(সহীহ বুখারী,, খন্ড: ৭:অধ্যায় ৭১:হাদিস ৬২১)

 

আরো পড়ুনঃ 150+ ফেসবুক ক্যাপশন ! স্টাইলিশ বাংলা ক্যাপশন

“লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ─নিরানব্বইটি রোগের ওষুধ; যার সবচেয়ে সাধারণটা হলো দুশ্চিন্তা।”

 

[ আল-মুস্তাদরাক, হাকিম : ১৯৯০ ]

 

 

যাকে আল্লাহ সঠিক পথ দেখানোর ইচ্ছা করেন, তার অন্তরকে তিনি ইসলামের জন্য প্রশস্ত করে দেন। [আল-আন‘আম ১২৫]

 

 

উওম সেই ব্যাক্তি; যে ব্যাক্তি আল্লাহ ও শেষ দিনে বিশ্বাস রাখে, সে যেন কল্যাণকর কথা বলে, অথবা চুপ থাকে,

 

(সহিহ বুখারী:৩১৩৮)

 

 

” সূরা মূলক এর ফজিলত

 

” মনে করুন , আপনি মারা গেছেন ! আপনার জানাজার নামাজ শেষ ! আপনাকে কবরে রাখা হলো ! আপনি অপেক্ষা করতেছেন মুনকার নাকির ফেরেশতার জন্য ! কিন্তু , তাঁরা আসছে না ! অথচ জান্নাতের সুঘ্রাণ পাওয়া শুরু করেছেন আপনি ! একটু পরেই– কবরের সাথে জান্নাতের একটি সুড়ঙ্গপথ তৈরি হয়ে গেলো ! আপনি ভাবলেন , এ কেমন কথা ! প্রশ্ন – উত্তর কই !? তখন আপনার মনে পড়ল— ‘ প্রতি রাতে সূরা মূলক পাঠ করলে কবরে প্রশ্ন উত্তরের ঝামেলা নাই ! কবর আজাবেরও কোনো চান্স নাই ! অতঃপর , রেশমী চাদরের নরম বিছানায় গা এলিয়ে দিয়ে আপনি বললেন- · ‘ আলহামদুলিল্লাহ ‘ !

 

~ ( তিরমিজি -২৮৯০ এর সহীহ অংশ থেকে )

 

 

 

সব দুঃখবোধের শেষে একটা সুখ সুখ ঘ্রাণ আছে । এই ঘ্রাণ এই ধরণীর নয় । এই ঘ্রাণ অপার্থিবের। অপার্থিব এক ভুবনের। মুমিনের সব শখ যেই ভুবন সীমায় জমা করে রাখা হয়েছে।

 

বই:এই ভুবন সকলের || পৃষ্ঠা:২৭১

 

 

❤️ “নারীদেরকে সালেহ (দ্বীনদার-নেককার) পুরুষের নিকট বিবাহ দাও, আর পুরুষদেরকে সালেহা (দ্বীনদার-নেককার) নারীর সাথে বিবাহ দাও; ফলশ্রুতিতে তাদের যে সন্তান হবে তারা হবে উওম (নেককার)।” ❤️

 

-[সুনানে দারিমী, হাদীস ২২২৭]

 

 

আজকে শুক্রবার, তার সাথে বৃষ্টি, বৃষ্টির সময়ে দোয়া কবুল হয়। (আবু দাউদ – ২৫৪০)

 

 

– বান্দার চোখের পানি নাক পর্যন্ত আসার আগে,-আল্লাহ তায়ালা তার সব দোয়া কবুল করে নেন!

(সুবহানআল্লাহ)

 

 

রাসুল(ﷺ) বলেছেনঃ

নিশ্চয়ই সততা মানুষকে কল্যাণের পথে নিয়ে যায়।

আর কল্যাণ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়।

(মুসলিম- ৬৫৩১)❤️

 

কে আমার সাথে থাকলো না তাতে আমার কিছু আসে যায় না..!

কারণ আমি জানি সব কিছুর পর কে আমার সাথে থেকে যায়…!

আমি অসাধারণ কিছু চাইনা বরং জীবন যত সাধারণ হয়, ততই সুন্দর।

 

 

 

“সূরা ফাতিহা হচ্ছে সকল রোগের শিফা”।

 

(সুবহানাল্লাহ)

 

[বুখারী:৭৫৪২,নাসায়ী :৩১৯]

 

 

⭕ “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”

 

কি ভাবছেন কেউ মারা গেছে!!!

না কেউ মারা যায়নি।

আমাদের দেশে এই দোয়াটা সাধারণত পড়া হয় কেউ মারা গেলে।

 

আসলে অর্থ না বোঝলে যেটা হয়।

 

★ মূলত এই দোয়াটি এসেছে সূরা আল-বাকারাহ এর ১৫৬ নম্বর আয়াত থেকে। “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন” এ দোয়াটি ১৫৬ নম্বর আয়াতের শেষের দিকের অংশ।

★ এটি শুধু কেউ মারা গেলেই পড়তে হয়না। মূলত এটা পড়তে হয় বিপদে পড়লে।

 

সূরা আল-বাকারাহ এর ১৫৬ নম্বর আয়াতটি দেয়া হলঃ

 

الَّذِیۡنَ اِذَاۤ اَصَابَتۡہُمۡ مُّصِیۡبَۃٌ ۙ قَالُوۡۤا اِنَّا لِلّٰہِ وَ اِنَّاۤ اِلَیۡہِ رٰجِعُوۡنَ ﴿۱۵۶﴾ؕ

“যাদের উপর কোন বিপদ নিপতিত হলে তারা বলে, নিশ্চয়ই আমরা আল্লাহরই জন্য এবং নিশ্চয়ই আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী।”

 

-সূরা আল-বাকারাহ (২:১৫৬)

 

মহান আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন পড়া এবং বোঝার তৌফিক দান করুন।

 

 

যিনি কুপ থেকে তুলে ইউসুফ (আঃ) কে মিশরের সিংহাসনে বসাতে পারেন, সেই রব তোমার যাবতীয় দুঃখ-কষ্টকেও মহা আনন্দে পরিনত করতে পারেন।

ইনশাআল্লাহ!

 

ইউনিক ইসলামিক ক্যাপশনইসলামিক ক্যাপশন বাংলা ২০২৪ || Islamic Status Bangla

 

“জা’ন্না’তে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে, দীদারে এলাহী ” অর্থাৎ আল্লাহকে স্বচক্ষে দেখা।

-(সুরা ইয়াসীন আয়াতঃ ৫৮)

 

সুবহানাল্লাহ

 

 

জান্নাতিদের প্রথম খাবার হবে

মাছের কলিজা ভুনা!

সুবহানাল্লাহ

(বুখারী:- ৩৭৯৮)

 

 

❝আর রাতে তাহাজ্জুদ পড়ো, অচিরেই তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন।❞

 

[সূরা: বনী-ইসরাঈল: ৭৯]

 

 

আফসোস !!!

 

আজ থেকে ২০০ বছর পর আমার/আপনার বাড়িতে, আমার/আপনার ঘরে যারা বসবাস করবে, যারা আমার/আপনার জায়গা জমি ভোগ করবে আমি/আপনি তাদের চিনিনা। তারাও আমাকে/আপনাকে চিনবেনা।

কারন তাদের জন্মের অনেক আগেই আমি /আপনি কবরবাসি হয়ে যাব।

আর ততদিনে মুছে যাবে আমার/আপনার নাম নিশানা।

 

কবরটাও নিশ্চিহ্ন হয়ে যাবে।

আমার/আপনার সন্তানরা যতদিন বেঁচে থাকবে ততদিন তারা হয়ত মনে পড়লে দীর্ঘ নিশ্বাস ফেলবে!

 

কিন্তু তাদের মৃত্যুর পর তাদের সন্তানরা তাদের যতটুকু মিস করবে আমাকে/আপনাকে ততটুকু মিস করবে না।

 

হয়ত তারা বাবার কবর জিয়ারত করে দোয়া করার সময় দাদার জন্যও একটু করবে।

কিন্তু তার পরের প্রজন্ম আর মনে রাখবেনা।

 

প্রায় ২০০ বছর আগে মারা গেছে আমার/আপনার দাদার দাদা।

 

যিনি আমার/আপনার পূর্ব পুরুষদের জন্য ঘর বাড়ি, জায়গা জমি রেখে গেছেন। একিই বাড়ি, একিই জায়গা জমি আমরা/আপনারা এখন ভোগ করছি।

কিন্তু উনার কবরটা কোথায় সেটা আমরা জানিনা।

 

হয়ত আমার/আপনার দাদার পিতা জানতেন।

কিন্তু দাদার পিতা তো বেঁচে নেই, দাদাও বেঁচে নেই।

 

তবে সাত পাঁচ করে যে সম্পদের পাহাড় গড়েছেন সেটা কবরে নিয়ে যেতে পারবেন না।

 

আর যাদের জন্য রেখে যাচ্ছেন তারা ও আপনাকে মনে রাখবেনা এটা নিশ্চিত!

 

অন্যের সম্পত্তি জবর দখল করে ভাবছেন আপনি জিতে গেছেন?

 

সুদ, ঘুষ, কমিশন বাণিজ্য করে সম্পদের পাহাড় গড়ে ভাবছেন আপনি জিতে গেছেন?

 

তাহলে আপনি আস্ত একটা বোকা !

এই শব্দটা ব্যবহার করার জন্য স্যরি!

ক্ষমা করবেন।

 

আমাদের সময় খুব কম!

তাই এই সুদ, ঘুষ ,দুর্নীতি ক্ষমতার অপব্যবহার , সম্পত্তি নিয়ে বিবাদ ইত্যাদি।কোন লাভ নেই।

 

আমার/আপনার সময় থাকা কালীন ভালো হয়ে ইহকালে পরকালের জন্যে প্রস্তুতি গ্রহন করাই বুদ্ধিমানের কাজ।

 

আসুন নিজেকে সৎ মানুষ হিসেবে তৈরি করি পরকালের জন্য প্রস্তুতি গ্রহন করি।

এটাই আপনার/আমার জন্য প্রকৃত স্হায়ী সম্পদ।

 

হে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দাও।

আমিন.. ইয়া রাব্বাল আলামীন

 

 

শরীরে তাবিজ বেধে নামায পড়ছেন

 

সিয়াম করছেন, তাহাজ্জুদ পড়ছেন!! এই তাবিজে যদি আপনার বিন্দুমাত্র আস্থা থাকে, আপনি মৃত্যু পর্যন্ত রাত জেগে তাহাজ্জুদ পড়লেও কবুল হবে না। রাসূল (সা:) বলেন যে ব্যক্তি তাবিজ লটকালো, সে শির্ক করলো। তাবিজ ব্যবহার স্পষ্ট শির্ক।

 

_মুসনাদে আহমাদ -১৬৭৭১

 

 

 

আপনি অতীতে কতটা খারাপ ছিলেন তার উপর আল্লাহ আপনার বিচার করবেন না বরং আপনি এখন কতটা ভালো হওয়ার চেষ্টা করছেন তার উপর।”

 

যে ব্যাক্তি তওবা করে ফিরে আসে, আল্লাহ তা’য়ালা তার পূর্বের গুনাহ্ গুলোকে নেকী দারা পূর্ণ করে দেন।”

সুবহানাল্লাহ

 

সূরা:ফুরকান-৭০]

 

 

কিয়ামতের দিন অযুর প্রভাবে নামাজীদের হাত, পা ও মুখমন্ডল উজ্জ্বল থাকবে।

সুবহানাল্লাহ.!

 

(সহীহ বুখারী- ১৩৬)

 

 

❝রবের প্রেমে আস’ক্ত হয়ে ফজরের নামাজ পড়া লোকটি’ই হলো সৌভাগ্যবান❞

আলহামদুলিল্লাহ

 

আরো পড়ুনঃ Short Caption | বাংলা শর্ট ক্যাপশন 2024

অন্যকে সেইভাবে ক্ষমা করুন!

 

যেমন আপনি আশা করেন যে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন।

 

আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি,

 

مَنْ سَرَّهُ أَنْ يُبْسَطَ لَهُ فِي رِزْقِهِ ، وَأَنْ يُنْسَأَ لَهُ فِي أَثَرِهِ فَلْيَصِلْ رَحِمَهُ.

 

“যে লোক তার রিযক প্রশস্ত করতে এবং আয়ু বৃদ্ধি করতে চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে”।

 

{সহীহ বুখারী,হাদীস:-৫৯৮৫}

 

উপসংহার

 

আশা করছি আজকের এই ইসলামিক ক্যাপশন বাংলা স্টাইলিশ স্ট্যাটাস গুলি আপনাদের ভালো লেগেছে। আপনার জীবনকে সুন্দর করে গড়ে তুলতে ইসলামিক ক্যাপশন এর গুরুত্ব অপরিসীম।

 

আমাদের এই ব্লগে আরও বিভিন্ন ধরনের ক্যাপশন রয়েছে চাইলে সেগুলো পড়তে পারেন অনেক ভালো লাগবে। ইসলামিক ক্যাপশন বাংলা নিয়ে কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে বলতে পারেন।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from Fast Info BD

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading