বিকাশ একাউন্ট কার NID দিয়ে খোলা জানতে চান?
তাহলে আমার এই পোস্টটি অনুসরণ করলে,খুব সহজেই জেনে নিতে পারবেন বিকাশ একাউন্টটি কার নামে আছে।
আপনারা অনেক সময় একটা সমস্যায় পড়েন, তিনবার ভুল পিনকোড দেওয়ার কারণে বিকাশ অ্যাকাউন্টটি লক হয়ে যায়, অথবা কেউ আপনার বিকাশ একাউন্টে টাকা পাঠাইছে, কিন্তু আপনি পিন কোড জানেন না। এবং আপনার নিজের NID দিয়েও বিকাশ একাউন্টটি খোলা নেই।সেই কারণে আপনাকে জানতে হবে বিকাশ একাউন্টটি কার নামে আছে।
খুব সহজেই জেনে নিন, কৌশলটি কি?
Table of content
১.বিকাশ একাউন্টে কার নামে আছে
২.বিকাশ একাউন্টটি কার NID দিয়ে খোলা
৩. সরাসরি বিকাশ একাউন্ট কার নামে আছে দেখার নিয়ম
৩.১-সেলফি না মাধ্যমে
৪. FAQ’s
৫.উপসংহার
বিকাশ একাউন্ট কার নামে আছে
বিকাশ একাউন্ট কার নামে আছে তা খুব সহজেই জানতে পারবেন। সেই জন্য আপনাকে একটা ইসলামী ব্যাংকের সেলফিন একাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। এরপর সেলফিন Account লগইন করে ফান্ড ট্রান্সফার অপশন থেকে Bkash সিলেক্ট করুন |এরপর যে বিকাশ একাউন্টের নাম জানতে চান, সে Bkash নাম্বারটি লিখে Next বাটনে ক্লিক করলেই বিকাশ একাউন্ট কার নামে আছে তা জানতে পারবেন।
এছাড়াও ব্র্যাক ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে ও বিকাশের মালিকানা চেক করতে পারবেন।
বিকাশ একাউন্ট কার NID দিয়ে খোলা
আপনার বিকাশ একাউন্টটি কার আইডি দিয়ে খোলা, তা মাত্র দুইটি উপার মাধ্যমে জানতে পারবেন।
১.ইসলামী ব্যাংকের সেলফিন
২.ব্র্যাক ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং
কিন্তু এই দুইটি মাধ্যমের মধ্যে সহজ মাধ্যম ইসলামী ব্যাংকের Cellfin একাউন্ট| আর সেলফিন একাউন্ট খোলার জন্য ব্যাংক একাউন্ট খুলতে হবে না। খুব সহজেই মোবাইলের গুগল প্লে স্টোর থেকে Cellfin App ইন্সটল করে,আপনার ভোটার আইডি কার্ড দিয়ে সেলফিন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিন। খোলা হয়ে গেলে সেম প্রক্রিয়ায় বিকাশ নাম্বারটি দিয়ে মালিকানা দেখতে পারবেন।
কিন্তু ইন্টারনেট ব্যাংকিং এর ক্ষেত্রে বিষয়টি ভিন্ন, এই সুবিধাটি সবাই ব্যবহার করেন না। আর ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে বিকাশ একাউন্টের মালিকানা জানার জন্য, অবশ্যই ব্যাংক একাউন্ট থাকতে হবে।
কিন্তু সেলফিন অ্যাপে আপনি কোন ব্যাংক একাউন্ট ছাড়াই আপনার ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে বিকাশের মালিকানা চেক করতে পারেন।
সরাসরি বিকাশ একাউন্ট কার নামে আছে দেখার নিয়ম
সেলফিন অ্যাকাউন্ট এর মাধ্যমে বিকাশ একাউন্ট কার নামে আছে দেখার নিয়ম ছবি সহ নিচে ধাপে ধাপে দেখানো হলোঃ-
নতুন বিকাশ একাউন্ট খুলে ২০০ টাকা বোনাস পেতে ক্লিক করুনhttps:/
সেলফিন অ্যাপের মাধ্যমে
প্রথমে আপনারা ফোনের গুগল প্লে স্টোর থেকে সেলফিন অ্যাপস টা ইন্সটল করুন। এরপর আপনার ফোন নাম্বার, যে নাম্বার দিয়ে সেলফিন একাউন্ট খুলবেন সেই নাম্বারটা দেবেন। তারপর আপনার ভোটার আইডি কার্ড এবং সঠিক তথ্য দিয়ে একাউন্ট করে নেবেন।তারপর নিচে মাধ্যম গুলো অনুসরণ করুনঃ
মাধ্যম ১ঃসেলফিন অ্যাকাউন্ট লগইন করুন
একটি নতুন ফোন নাম্বার বেছে নেবেন যে নাম্বারে সেলফিন অ্যাকাউন্ট নেই। তারপর আপনার জাতীয় পরিচয় পত্র দিয়ে,ফেস স্ক্যান করে,এবং যাবতীয় তথ্য দিয়ে অ্যাপ রেজিস্ট্রেশন করে নেন।তারপর মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
আরো পড়ুনঃসবচেয়ে কম টাকার ইন্টারনেট |(টেলিটক)
মাধ্যম ২ঃ ফান্ড ট্রান্সফার অপশনে প্রবেশ করুনঃ
অ্যাপটি লগইন করার পর আপনি আপনার এপ্স এর ফিসার্চ গুলো দেখতে পারবেন। এবং বিকাশ একাউন্ট কার নামে আছে তা জানতে, দ্বিতীয় যে অপশনটি আছে ফান্ড ট্রান্সফার ওইখানে ক্লিক করুন।
মাধ্যম ৩ঃ Bkash অপশন সিলেক্ট করুন
Fund Transfer অপশনে কয়েকটি ব্যাংক Mobile banking সেবা দেখতে পারবেন। সেখান থেকে বিকাশ সিলেক্ট করুন।
মাধ্যম ৪ঃবিকাশের মালিকানা তথ্য দেখুন
বিকাশ সিলেট করার পর, আপনি যে বিকাশ একাউন্টের মালিকানা চেক করতে চান, ঐ বিকাশ একাউন্ট নাম্বারটি দিন।তারপর Next বাটনে ক্লিক করুন।
এখানে আপনি দেখতে পারবেন আপনার বিকাশ একাউন্টে কার ভোটার আইডি কার্ড দিয়ে খোলা তার নাম সহ বেরিয়ে আসবে।
ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং প্রক্রিয়াটি দেখালাম না। কারণ এটি দেখানোর জন্য ব্যাংক একাউন্টের প্রয়োজন হয়। তাই আমি আপনাদের সহজ মাধ্যমটি দেখিয়ে দিলাম। সে মাধ্যমটি অবলম্বন করলে আপনারা খুব সহজেই বিকাশ একাউন্ট কার নামে আছে দেখতে পারবেন।
FAQ’s
একটি ভোটার আইডি কার্ড দিয়ে কয়েকটি সিমে বিকাশ একাউন্ট খোলা যায়?
উত্তরঃএকটি ভোটার আইডি কার্ড দিয়ে আপনি যেকোনো একটি সিমে বিকাশ একাউন্ট খুলতে পারবেন।
বিকাশ একাউন্ট কার আইডি দিয়ে খোলা কিভাবে জানব?
উত্তরঃইসলামী ব্যাংক লিমিটেড সেলফিন একাউন্ট এর মাধ্যমে আমরা জানতে পারবো বিকাশ একাউন্ট কার নামে আছে।
বিকাশ একাউন্ট এর মালিকানা কিভাবে ট্রান্সফার করা যাবে?
উত্তরঃবিকাশ একাউন্ট এর মালিকানা আপনি নিজে থেকে ট্রান্সফার করতে পারবেন না।বিকাশ একাউন্টের মালিকানা ট্রান্সফার করার জন্য আপনাকে
আপনার নিকটবর্তী কোন বিকাশ সার্ভিস পয়েন্টে যেতে হবে।এবং কিছু তথ্য হালনাগাদ এর মাধ্যমে আপনি বিকাশের মালিকানা ট্রান্সফার করতে পারবেন।
উপসংহারঃ
বিকাশ কখনোই আপনার পিন otp চাইবে না। কেউ যদি আপনার পিন ওটিপি জানতে চায়, তাহলে বুঝতে হবে সে আপনার সঙ্গে প্রতারণা করতেছে তাই প্রতারকদের ফাঁদে পা দেবেন না। বিকাশ একাউন্টের পিন কোড ভুলে গেলে।যখন বিকাশের হেল্প লাইন সেন্টারে ফোন করবেন, তখন যে ভোটার আইডি কার্ড দিয়ে বিকাশ একাউন্ট খুলেছেন।তার তথ্য জানতে চাইবে। আপনি সঠিক তথ্য দিতে না পারলে অসুবিধায় পড়বেন।তাই আজকের এই মাধ্যমটি অনুসরণ করলে আপনি খুব সহজেই জানতে পারবেন, বিকাশ একাউন্ট কার নামে আছে।
[…] বিকাশ একাউন্ট কার নামে আছে দেখুনঃ- Bkash-NID-Cheek […]