মাত্র ৬৪৯৯ টাকার ফোনে আপনি পেয়ে যাবেন গেম খেলার জন্য একটি পাওয়ারফুল প্রসেসর। ভালোভাবে ভিডিও দেখার জন্য 90hrz বিশাল বড় পাঞ্চ হল ডিসপ্লে। থাকছে ৬ জিবি রাম এবং ৬৪ জিবি স্টোরেজ।এসব শুনে কি আপনি অবাক হচ্ছেন?ভাবতেছেন এত কম দামের ফোনে এত কিছু কিভাবে সম্ভব। তাহলে আপনার জন্য সুখবর Tecno তাদের নতুন ফোন Tecno pop 9 4G এই ফিচার্স গুলো নিয়ে এসেছে।
বর্তমানে Tecno সবচেয়ে কম দামে ভালো মোবাইল ফোন।
Tecno প্রতিটি ফোনে বিভিন্ন ডিজাইন, এবং বিভিন্ন ফিচার প্রযুক্তি তৈরি করা হয়। তবে তাদের মধ্যে ৭ হাজার টাকার মধ্যে সবচেয়ে ভালো ফোনটি হলো TECNO POP 9 4G । তাহলে চলুন জেনে নেই কেন ৭ টাকার মধ্যে সবচেয়ে ভালো ফোন হিসাবে এই ফোনটি বিবেচিত হচ্ছে। কোনটির ডিসপ্লে তে থাকছে 6.67″ HD+ 90Hz ডিসপ্লে যা ভিডিও দেখার জন্য এবং গেম খেলার জন্য একবারে পারফেক্ট।
১.ফোনটির ডিজাইন এবং ডিসপ্লে
Tecno pop 9 4G এত কম বাজেটে ফোনটির ডিজাইন এবং আধুনিক লুক একেবারে অসাধারণ। ফোনটি পলি কার্বনেটেড তৈরি,ফোনটির পেছন এবং সামন দিক থেকে দেখলে মনে হবে ১৫ /১৭ হাজার টাকার ফোন।
২. ফোনটির পারফরমেন্স
Tecno Pop 9 4G এ রয়েছে MediaTek G50 Processor ব্যবহার করা হয়েছে যা পারফরম্যান্সের দিক থেকে চমৎকার। এই প্রসেসরটির মাধ্যমে youtube এ ভিডিও দেখা ফেসবুক চালানো হোয়াটসঅ্যাপ চালানো এবং হালকা গেমিং করার জন্য অসাধারণ একটি প্রসেসর। ফোনটিতে রয়েছে ৬ জিবি রেম এবং ৬৪ জিবি স্টোরেজ।
৩.ফোনটির ক্যামেরা পারফরমেন্স
Tenco pop 9 4G ফোনটির ক্যামেরা সিস্টেম অসাধারণ। এতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এবং একটি রয়েছে IR সেন্সর,যার সাহায্যে আপনি ডিএসএলআর মত পিকচার তুলতে পারবেন। ফোনটা Font রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ক্যামেরা কোয়ালিটি বলতে গেলে অসাধারণ।
৪.ফোনটির ব্যাটারি এবং চার্জিং
tecno pop 9 ফোনটিতে ৫০০০ mAh ব্যাটারি ব্যবহার করার হয়েছে। যা আপনি অনায়াসে একদিন ব্যবহার করতে পারবেন। ফোনটির বক্সে ১৫W চার্জার একটি পেয়ে যাবেন, এতে ফোনটি চার্জ হতে সময় লাগবে ২ ঘন্টার মত।
৫.ফোনটি সফটওয়্যার এবং আপডেট
Tecno pop 9 4G এ রয়ছে HIOS 14 অপারেটিং সিস্টেম যা Android 14 দ্বারা রান করানো হয়েছে। ফোনটিতে এন্ড্রয়েড ১৪ ব্যবহার করায় খুবই স্মোথলি ভাবে সফটওয়্যার গুলো রান করানো যায়।এছাড়া আপনার সফটওয়্যার আপডেটের মাধ্যমে ফোনটিকে আরো উন্নত করতে পারবেন।
কেন Tecno Pop 9 4G কম দামে সবচেয়ে ভালো মোবাইল?
Tecno pop 9 4G বর্তমান বাজারে 7 টাকার মধ্যে সবচেয়ে ভালো ফোন বলে বিবেচিত হয় কারণ এই ফোনটি যে ফিচার্স সমূহগুলো এড করা হয়েছে। তা ১৫ থেকে ১৭ হাজার টাকার ফোনে পাওয়া যায়। এত কম বাজেটে এত ভালো পারফরমেন্সের ফোন হয়তো অন্য কোন কোম্পানির নেই। তাই ৭ হাজার টাকার মধ্যে সবচেয়ে ভালো ফোন হিসেবে এই ফোনটিকে রাখা হয়েছে।
উপসংহার
আজকের আলোচনায় আমরা জানতে পারলাম, টেকনোর Pop 9 4G বর্তমানে ৭ হাজার টাকার মধ্যে সবচেয়ে ভালো ফোন।কারণ এই ফোনটিতে রয়েছে শক্তিশালী প্রসেসর এবং ব্যাটারি ব্যাকআপ, পাশাপাশি থাকছে ক্যামেরা, এক কথায় বলতে গেলে ফোনটির ডিজাইন একেবারে অসাধারণ করা হয়েছিল। তাই খুব সহজে ব্যবহারকারীর দৃষ্টি আকর্ষণ করতে পারবে। সবদিক দিয়ে বিবেচনা করে এই ফোনটিকে বেটার বলে মনে হয়েছে আমাদের।
FAQ:
প্রশ্ন ১:Tecno Pop 9 4G ফোনটির প্রাইমারি ক্যামেরা কয়টি?
উত্তর: টেকনো Pop 9 4G ফোনটিতে ২ টি ক্যামেরা রয়েছে।
প্রশ্ন ২:Tecno pop 9 4g ব্যাটারি ব্যাকআপ কেমন?
উত্তর: Tecno pop 9 4g ফোনটাতে ব্যাটারী হিসেবে থাকছে 5000mAh, আর ফোনটা চার্জার এর সাথে থাকছে ফোনে ১৫ ওয়াড চার্জিং সিস্টেম!
RELATED POST
সেরা ৫ কম দামে ভালো ফোন 2024 বাংলাদেশ | Law Price Phones in Bangladesh